শ্রী পরেশ চন্দ্র বাগ মহাশয় হাওড়া বলুহাটি অঞ্চলের বাগ রিবারের সপ্তম পুরুষ। অল্প বয়সে পিতৃবিয়োগ জনিত কারণে তিঁনি যাবতীয় পৈত্রিক বিষয় সম্পত্তি ত্যাগ করে হাওড়া পাতিহাল অঞ্চলে চলে আসেন ১৯২৩ সালে। পরবর্তীকালে কর্মজীবনে কলকাতা হাইকোর্টের উচ্চপদস্থ অফিসার হিসেবে যথেষ্ট নাম ডাক ও খ্যাতি অর্জন করেন তিঁনি। ক্রমশ হাওড়া শিবপুর অঞ্চলে নতুন গৃহ নির্মাণ করেন এবং চন্ডীমন্ডপে ছোট ভাবে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটে এবং পারিবারিক পূজা বৃহৎ রূপ পপরিগ্রহ করে। বর্তমানে তাঁহার তৃতীয় পুরুষ শ্রী সৌজিত বাগ পূজার সমস্ত দ্বায়িত্ব গ্রহণ করেন। সসম্পূর্ণ বৈষ্ণব মতে এই পূজা হয়ে থাকে, পূজায় কোন রক্ত নিবেদন করা হয় না। দেবী এই পরিবারে কন্যা রূপে পূজিতা হন। মাকে বেণারসী শাড়ি ও গহনা পরানো হয়। মাহিষ্য পরিবার বলে কোন অন্নভোগের রীতি নেই। দেবীকে প্রধানত মিষ্টান্ন, মালপোয়া, গজা, বোঁদে, নিমকি, মিহিদানা, কচুরি, শিঙ্গারা, লুচির নৈবেদ্য নিবেদন করা হয়
No comments:
Post a Comment